ইতিহাস
<p>কুষ্টিয়া সদর উপজেলার ৭নং আইলচারা ইউনিয়ন পরিষদের অর্ন্তগত বড় আইলচারা গ্রামের ইউনিয়ন পরিষদের পাশে শ্রী শ্রী পুজা মন্দির অবস্থিত। এইটা হিন্দুদের সকাল সন্ধা প্রার্থনা করার প্রতিষ্ঠান। এই ছাড়া এই মন্দিরে বিভিন্ন ধরনের পুজা উঠানো হয়। সবচেয়ে বেশী আনান্দ করা হয়। দূর্গা পূজাতে।</p>