কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উজেলার ৭নং আইলচারা ইউনিয়ন পরিষদের বড় আইলচারা গ্রামের ০১ নং ওয়ার্ড ও ০৩ নং ওয়ার্ডভুক্ত এর সীমানার শেষে আইলচারা বা্ক্স ব্রীজ নামে খ্যাত ইহা একটি অতি সুন্দর্য মন্ডিত ব্রীজ । আইলচারা ইউনিয়ন পরিষদ থেকে ০১ কিং মিং দক্ষিনে কুষ্টিয়া চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কয়ে অবস্থিত । চোখ ধাঁধানো রক্তিম ফুলে গ্রাম সেজেছে যেন গ্রীষ্ম রোদের উত্তাপ গায়ে মেখে। টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুল; পথচারীদের দৃষ্টি আটকে যায় অনায়াসেই। বহু দূর থেকে দেখলে মনে হয়, যেন গাছগুলোতে আগুন জ্বলছে। গ্রাম ঘুরলে মনে হবে কৃষ্ণচূড়া গাছের লাল-কমলা-হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা দিয়ে নতুন রূপে প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে আইলচারা ইউনিয়নকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস